সম্প্রতি পাউন্ডের বিপরীতে টাকার মূল্য একেবারে কমে যাওয়ায় এবারের ঈদে ব্রিটেন থেকে দেশে অর্থ পাঠানো কমে গেছে। এছাড়া দরপতনের পাশাপাশি টাকা পাঠাতে ব্রিটিশ সরকারের কঠোর নীতিমালাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রতিবছর ঈদ শুরু আগে দেশে টাকা পাঠান প্রবাসীরা। তাই এই সময়টাতে সরকারের রেমিটেন্স প্রবাহ বেড়ে যায় কয়েকগুণ। তবে এবারের চিত্র খানিকটা ভিন্ন। গত কোরবানির ঈদের তুলনায় এবারের ঈদে পাউন্ডের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে প্রায় ১৫ টাকা। ব্রিটেন থেকে পাঠানো অর্থে ১ লাখে প্রায় ১০ হাজার টাকার মতো কম পাচ্ছেন তারা। তাই ঈদের পড়ে পাউন্ডের বিপরীতে টাকার মূল্য কিছুটা বাড়ার অপেক্ষায় রয়েছেন অনেকেই। পাউন্ডের দরপতনের পাশাপাশি অর্থ পাঠানোর ক্ষেত্রে ব্রিটিশ সরকারের নানা কঠোর নীতি মালার কারণে কমছে অর্থ পাঠানো হার। বৈদেশিক অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছরের তুলনায় এবার ব্রিটেন থেকে বাংলাদেশে ঈদে ২৫ শতাংশ রেমিটেন্স কমে যাবে।
Todays Transfer Rates
2020-09-01
Country | Bank Deposit | Cash Pickup |
---|---|---|
Bangladesh | 111.00 | 112.00 |
India | 113.00 | 114.00 |
Pakistan | 115.00 | 116.00 |
Nigeria | 117.00 | 118.00 |
Ghana | 119.00 | 120.00 |
Portugal | 121.00 | 122.00 |
Poland | 123.00 | 124.00 |
Brazil | 125.00 | 126.00 |
Transfer rates are updated on 01/09/2020 15.47 GMT, Rates are subject to change at any time.
44 & 54 Plumstead High Street, SE18 1SL London, United Kingdom